লার্নিং রিসোর্স

ক্লাস রুটিন ( ডিসেম্বর ২০২৩ )

  • ক্লাস-১ ০৭ ডিসেম্বর ২৩ (নয়ন স্যার)  প্রোগ্রামিং কি? সি ভাষার সিনট্যাক্স
  • ক্লাস-২ ০৯ ডিসেম্বর ২৩ (নয়ন স্যার)  দুইটি পূর্ণ সংখ্যার যোগ, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভূজের ক্ষেত্রফল
  • ক্লাস-৩ ১০ ডিসেম্বর ২৩ (নয়ন স্যার)  সেলসিয়াস-ফারেনটাইট, পজিটিভি-নেগেটিভ, জোড়-বিজোড়
  • ক্লাস-৪ ১১ ডিসেম্বর ২৩ (নয়ন স্যার)  লিপ-ইয়ার, বৃহত্তম সংখ্যা নির্ণয়, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়
  • ক্লাস-৫ ১২ ডিসেম্বর ২৩ (মিজান স্যার)  পদ্য (বিদ্রোহী – কাজী নজরুল ইসলাম)
  • ক্লাস-৬ ১৩ ডিসেম্বর ২৩ (নয়ন) ধারা সংক্রান্ত প্রোগ্রাম
  • ক্লাস-৭ ১৪ ডিসেম্বর ২৩ (তানিম স্যার) Unit-1, Lesson-2: Nelson Mandela, From Apartheid Fighter to President
  • সাপ্তাহিক ছুটি ১৫ ডিসেম্বর ২৩ (শুক্রবার)
  • বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২৩ ১৬ই ডিসেম্বর উপলক্ষে ছুটি
  • ক্লাস-৮ ১৭ ডিসেম্বর ২৩ (নয়ন স্যার) ধারা নিয়ে আলোচনা, ল.সা.গু এবং গ.সা.গু নির্ণয়ের সি-প্রোগ্রাম
  • ক্লাস-৯ ১৭ ডিসেম্বর ২৩ (নয়ন স্যার) ডেটাটাইপ, ভেরিয়েবল, অপারেটর
  • ক্লাস-১০ ২১ ডিসেম্বর ২৩ (নয়ন স্যার) লুপ, লসাগু এবং গসাগু নির্ণয়ের প্রোগ্রাম
  • ক্লাস-১১ ২৩ ডিসেম্বর ২৩ (মিজান স্যার) বাংলা উচ্চারণের নিয়ম
  • ক্লাস-১২ ২৪ ডিসেম্বর ২৩ (মিজান স্যার) ইমেইল এবং আবেদন পত্র
  • ক্লাস-১৩ ২৫ ডিসেম্বর ২৩ (নয়ন স্যার – ম্যারাথন ক্লাস) চলক, ডেটাটাইপ, ধ্রুবক, এক্সপ্রেশন, অপারেটর, ফাংশন, অ্যারে
  • ক্লাস-১৪ নয়ন স্যার পঞ্চম অধ্যায়: ফ্লোচার্ট
  • ক্লাস-১৫ নয়ন স্যার পঞ্চম অধ্যায়: ফ্লোচার্ট
  • ক্লাস-১৬ মিজান স্যার তাহারেই পড়ে মনে
  • ক্লাস-১৭ নয়ন স্যার সৃজনশীল ও বহুনির্বাচনী সমাধান

অনলাইন এক্সাম ( ডিসেম্বর ২০২৩ )

  • ০৮ ডিসেম্বর  ২৩ পরীক্ষা দিন   পরীক্ষা-১: সোনার তরী (বহুনির্বাচনী)
  • ১১ ডিসেম্বর ২৩ শীট পরীক্ষা দিন পরীক্ষা-২: প্রোগ্রামিং ভাষার ধারণা (বহুনির্বাচনী)
  • ১১ ডিসেম্বর  ২৩ পরীক্ষা দিন   এই পরীক্ষাটি শুধুমাত্র আপনাদের সি ভাষার কোড লেখার নিয়মকানুনের উপর। এই ধরনের বহুনির্বাচনী সাধারণত পরীক্ষায় কম আসে তাই এটির ফলাফল আলাদাভাবে লেখা হবে না। তবে, এই পরীক্ষার ফলাফল Class Attendance Number (CAN) এ যুক্ত করা হবে।
  • ১৩ ডিসেম্বর ২৩ পরীক্ষা দিন পরীক্ষা-৪: প্রতিদান (বহুনির্বাচনী)
  • ০১ জানুয়ারি ২৪ পরীক্ষা দিন পরীক্ষা-৫: ডেটাটাইপ, চলক, ধ্রুবক
  • ০৩ জানুয়ারি ২৪ পরীক্ষা দিন পরীক্ষা-৬: প্রোগ্রামিং ভাষা (সম্পূর্ণ – মধ্যম)
  • ০৩ জানুয়ারি ২৪ পরীক্ষা দিন পরীক্ষা-৭: তাহারেই পড়ে মনে
  • ০৬ জানুয়ারি ২৪ পরীক্ষা দিন পরীক্ষা-৮: প্রোগ্রামিং ভাষা (সম্পূর্ণ – কঠিন)

ফলাফল দেখুন

টিউটরপ্লাস সম্পর্কে

  • টিউটরপ্লাস কি? টিউটরপ্লাস হচ্ছে পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছা আছে এমন শিক্ষার্থীদের জন্য একটি লার্নিং সেন্টার যেখানে একাধিক শিক্ষকের মাধ্যমে একাধিক সাবজেক্ট পড়ানো হয়। এটি কয়েক মাসের একটি জার্নি, যে শিক্ষার্থী শেষ পর্যন্ত এই জার্নিতে টিকে থাকতে পারবে সে পরীক্ষায় ভাল ফলাফল করবে। তবে, এই জার্নিটা মোটেও সহজ নয়। অনিয়মিত এবং অমনোযোগী শিক্ষার্থীদের এখানে টিকে থাকার সুযোগ নেই। তবে, যারা পড়াশোনাকে সিরিয়াসভাবে গ্রহণ করতে চায় – তাদের জন্য এই জার্নিটা সহজ এবং তাদের জন্যই টিউটরপ্লাস।
  • কি কি সাবজেক্ট পড়ানো হয়? বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ২য় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তবে, মানবিক শাখার সকল বিষয়ের উপর অনলাইন এক্সাম হবে।
  • মাসিক বেতন কত? প্রতি মাসে ২০টি ক্লাস, ১০টি অনলাইন এক্সাম এবং ১টি লিখিত পরীক্ষাসহ মাসিক ফি 600 টাকা। সাথে প্রয়োজনীয় লেকচার শীটের পিডিএফ ফ্রি।

নিয়মকানুন

  • পড়াশোনায় মনোযোগ নেই – এমন শিক্ষার্থীর জন্য টিউটর প্লাস নয়।
  • কোন শিক্ষার্থী অনলাইন এক্সামগুলোতে গড়ে ৫০% এর কম নম্বর পেলে সে আর ক্লাস করতে পারবেনা। এক্ষেত্রে, অভিভাবকের সুপারিশ করলে পরবর্তী মাসে সুযোগ দেওয়া হবে।
  • কোন শিক্ষার্থী ১দিন ক্লাস অনুপস্থিত থাকলে ৫০ টাকা জরিমানা হবে (যদি অভিভাবকের মাধ্যমে জানানো হয় সেক্ষেত্রে জরিমানা নেওয়া হবে না।)। তবে, মিস হওয়া ক্লাসে যে টপিক পড়ানো হয়েছে সেই টপিক সম্পর্কে যদি শিক্ষার্থীর ভাল ধারণা থাকে তাহলেও জরিমানা দিতে হবে না।
  • কোন শিক্ষার্থী অনলাইন এক্সাম না দিলে সেক্ষেত্রে ২০ টাকা জরিমানা দিতে হবে।
  • প্রতিটি ক্লাসে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থী ২ নম্বর পাবে। এভাবে ২০ ক্লাসের জন্য ৪০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে যা মাস শেষে “সেরা শিক্ষার্থী” নির্ধারণে যুক্ত করা হবে।
  • প্রতি মাসের শিক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর, উপস্থিতিসহ পূর্ণাঙ্গ রিপোর্ট অভিভাবকের কাছে পাঠানো হবে। একইসাথে, অন্যান্য শিক্ষার্থীদের তথ্য পাঠানো হবে যেন অভিভাবক শিক্ষার্থীর পড়াশোনার প্রগ্রেস পর্যবেক্ষণ করতে পারেন।